ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৮ মাসেই বছরের কৃষিঋণ বিতরণ করল ১২ ব্যাংক

৮ মাসেই বছরের কৃষিঋণ বিতরণ করল ১২ ব্যাংক

বছরের চার মাস বাকি থাকতেই লক্ষ্যের পুরো কৃষিঋণ বিতরণ করে ফেলেছে ১২টি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলো হলো- ব্যাংক আল-ফালাহ্, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটিব্যাংক এনএ, এইচএসবিসি এবং উরি ব্যাংক। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসের কৃষি ঋণের প্রতিবেদন প্রকাশে করে বাংলাদেশ ব্যাংক। সেখানে এ তথ্য তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী, বছরের আট মাসে মোট কৃষিঋণ বিতরণ হয়েছে ২১ হাজার ৬৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ১৫ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রমালিকানার ব্যাংকগুলো ৮ হাজার ৬২৩ কোটি ১৮ লাখ টাকা বা লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৪২ শতাংশ বিতরণ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত