৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গতকাল ভোরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের একটি দল সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি ও উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল। গত ২৫ মার্চ বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম সেমিনার হলে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান।