ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বন্দরের জেটিতে ৮ মিটারের জাহাজ ভিড়তে শুরু করেছে

বন্দরের জেটিতে ৮ মিটারের জাহাজ ভিড়তে শুরু করেছে

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনারবাহী জাহাজ এমভি মার্কস শিয়ামেন বন্দর জেটিতে ভিড়েছে। আগে যেসব জাহাজ বন্দরে এসেছে তার বেশিরভারই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কনটেইনার জাহাজ। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জন করল। পশুর চ্যানেলে ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে। গত ২৭ মার্চ বিকাল ৫টায় বন্দরের ০৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস শিয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে আমদানি পণ্য ও খালিসহ মোট ১৭৯টি কনটেইনার এসেছে এর মধ্যে আমদানি পণ্য ছিল ১১০টিতে ও বাকি ৬৯টি খালি কনটেইনার। এই জাহাজেই ২২১ কনটেইনার নিয়ে জাহাজটি মোংলা বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে গমন করবে। রপ্তানিকৃত কনটেইনারে রয়েছে ইপিজেড কার্গো, জুট, জুট গুডস, ফিস ফ্রোজেন, ট্রাভেল ব্যাগ, ভিআইপি লাগেজ, টাইলস, কটন ইয়ার্ণ ইত্যাদি। এর আগে, গত ১২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কনটেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে আগমন করেছিল। মোংলা বন্দর জেটিতে এমভি মার্কস শিয়ামের আগমনের মধ্যদিয়ে এ বন্দরের সক্ষমতা প্রকাশ পেল। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘এমভি মার্কস শিয়ামেনের মাধ্যমে ৮ মি. গভীরতার কনটেইনার জাহাজ আগমন মোংলা বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত