ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

মার্চ মাসজুড়েই আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছিল স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক খাতে অস্থিরতা দেখা দেয়ার পর বিশ্ব বাজারে বেড়ে যায় স্বর্ণের দাম। তবে শেষ সময়ে এসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বুধবার, ২৯ মার্চ বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালি ধাতুর মূল্য। ব্যাংক খাতের অস্থিরতা দেখা দেয়ার পর বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ, চাহিদা বাড়ায় স্বর্ণের দামও তর তর করে বাড়তে থাকে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে, যা গত দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে গত বুধবার ফিউচার গোল্ড প্রতি আউন্স বেঁচাকেনা হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে, যা গত দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেছেন, ‘আমরা স্বাভাবিক রিট্রেসমেন্ট দেখেছি। স্বর্ণের দাম ১ হাজার ৯৭৫ ডলার পার হতে ব্যর্থ হওয়ার পর কমা শুরু করেছে।’ তবে কিছু বিনিয়োগকারী ‘স্বর্ণের ওপরই আস্থা রাখবেন’ বলে জানিয়েছেন এ বিশ্লেষক। কারণ, তাদের শঙ্কা ব্যাংক খাতে যে অস্থিরতা দেখা গিয়েছিল, এমন কিছু আবারও নিকট ভবিষ্যতে হতে পারে। ম্যাট সিম্পসন আরো বলেছেন, অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি স্বর্ণকে শেষ পর্যন্ত সহায়তা দিয়ে যাবে। তবে আগামী কয়েক সপ্তাহে দামে আবারো অস্থিরতা দেখা দিতে পারে যদি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক ডাটা বাড়তেই থাকে। গত বুধবার যে তথ্য পাওয়া গেছে, সেটি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থা মার্চ মাসে অপ্রত্যাশিতভাবে বেড়েছে, যেখানে ফেব্রুয়ারিতে মার্কিন পণ্যের বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছিল। সূত্র : রয়টার্স

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত