১২৫ দিনের স্থায়ী আমানত নিয়ে এলো পদ্মা ব্যাংক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
ব্যাংকে গচ্ছিত স্থায়ী আমানতের লাভ উপভোগ করতে এখন একযুগ কিংবা ১০ বছর অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক নিয়ে এসেছে মাত্র ১২৫ দিন বা চার মাসের স্থায়ী আমানত প্রোডাক্ট। সুদহারও পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৯.৫০ শতাংশ পর্যন্ত। গতকাল সোমবার ব্যাংকটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি দুটি স্থায়ী আমানত প্রোডাক্ট উদ্বোধন করেছে পদ্মা ব্যাংক, যা গ্রাহকদের দিচ্ছে স্বল্পসময়ে আমানতের লাভ হাতে পাওয়ার সুযোগ। স্কিমগুলো হলে পদ্মা এলিগেন্ট ও পদ্মা প্রফেশনাল। এছাড়া খাদ্য উৎপাদন খাতে যারা অবদান রাখছেন তাদের জন্য রয়েছে পদ্মা মৌসুম স্কিম ডিপোজিট। যেখানে মাত্র ৫০ টাকা মাসিক কিস্তিতে সঞ্চয়ী হিসাব পরিচালনা করতে পারবেন গ্রাহকরা। পদ্মা এলিগেন্ট : নারীদের সঞ্চয়ে উৎসাহিত করতেই সম্প্রতি এই স্কিমটি চালু করা হয়েছে। বিশেষ এই ডিপোজিট স্কিমটি সাজানো হয়েছে নারীদের নানা সুবিধার কথা মাথায় রেখে। ফিক্সড ডিপোজিট স্কিমটি ১২৫ দিনের জন্য, ৮ থেকে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ হারে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নারী এই স্কিমটি পরিচালনা করতে পারবেন।
পদ্মা প্রফেশনাল : এই ফিক্সড ডিপোজিট স্কিমটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও চার্টার্ড প্রফেশনালসহ অন্য পেশাজীবীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ১২৫ দিনের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ হারে খোলা যাবে ৫০ হাজার টাকা থেকে যে কোনো অঙ্কের।
পদ্মা মৌসুম : খাদ্য উৎপাদন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন যারা, তাদের সম্মান জানাতে দারুণ এক পদক্ষেপ নিয়েছে পদ্মা ব্যাংক। তাদের জন্য চালু করা হলো পদ্মা মৌসুম স্কিম। শস্য, পোলট্রি ও মৎস্য খাতে যারা শ্রম দেন তাদের জন্যই এই স্কিম। মাত্র ৫০ টাকা দিয়ে শুরু করা যাবে এই অ্যাকাউন্ট, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। সুদহার পাওয়া যাবে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত। পদ্মা এলিগেন্ট, পদ্মা প্রফেশনাল ও পদ্মা মৌসুমের মতো আকর্ষণীয় ডিপোজিট স্কিমসহ সবমিলিয়ে বিভিন্ন মেয়াদ ও আকর্ষণীয় রেটে ১৮টি স্কিম আছে পদ্মা ব্যাংক।