ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক দুটি হলো- ইউনিয়ন ব্যাংক এবং সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসির পাঠানো চিঠিতে এ বিষয়ে ব্যাংক দুটিকে অবহিত করা হয়েছে। ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সাল সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সাল সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই, বোনাস শেয়ার ঘোষণার পর এই দুই কোম্পানি তা বিতরণে বিএসইসির সম্মতির জন্য আবেদন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত