রাজধানীর বঙ্গবাজার মার্কেট

‘পাঁচ হাজার দোকান পুড়েছে ক্ষতি ২ হাজার কোটি টাকা’

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আড়াই হাজারসহ আশপাশে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রাথমিকভাবে বরাদ্দ হিসেবে ৭০০ কোটি টাকা দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি করল।’

হেলাল উদ্দিন বলেন, ‘এই ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের আসলে পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হোক।’