সুবর্ণচরে পসকো-পিএইচপির ১১ পাকা বাড়ি হস্তান্তর করেছে। গত সোমবার দুপুরে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনের প্রচেষ্টায় নোয়াখালীর সুবর্ণচরের ৪নং চর-ওয়াপদা ইউনিয়নের ১১ পাকা ঘর তৈরি করে হতদরিদ্র পারিবারের কাছে হস্তান্তর করা হয়। পাকা বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ফাঁকে উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সন চুল কিম, পসকো-বাংলাদেশের হেড অব কমার্সিয়াল আহাসানুল আলম, সিনিয়র ম্যানেজার ডেনিয়াল লি, কান্ট্রি ম্যানেজার এসজে কং, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আউয়াল, সুবর্ণচরের ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ভুইয়াসহ হতদরিদ্র পরিবারের সদস্যারা। এর আগে গত ডিসেম্বরে একই এলাকায় পাঁচটি ঘর তৈরি করে হস্তান্তর করা হয়েছিল।