রমজানে ঈদের ছুটির আগে গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। গতকাল বুধবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষ্যে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ নির্দেশনা প্রদান করেন।
মুন্নুজান সুফিয়ান বলেন, ঈদ যখন আসে তখন মজুরি, বেতন-ভাতা, উৎসব ভাতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পূজা-পার্বণকে কেন্দ্র করে সরকার নিজস্ব উপায়ে ভাতা দিয়ে থাকে ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজেদের সমঝোতার ভিত্তিতে ভাতা দেয়। এ নিয়ে সঠিক ব্যবস্থাপনা ও কিছু মালিকের অদূরদর্শীতার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সঠিক সময়ে বেতন দিয়ে দেবেন। বেতনের আগে বোনাস দিয়ে দিতে হবে। যেহেতু এবার ২২-২৩ তারিখের মধ্যে ঈদ পড়ে যাবে।