বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ইফতার মাহফিল বাতিল করল বিজিএমইএ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে ইফতার মাহফিল বাতিল করেছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। গতকাল বুধবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল শোক ও ইফতার বাতিলের বিষয়ে বলেন, গত মঙ্গলবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত ও মর্মামত। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা পোষণ করে বিজিএমইএ’র উদ্যোগে সদস্যদের সম্মানে আয়োজিতব্য আগামী শনিবার ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে বঙ্গবাজারে। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় মোট ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়। আগুন নেভাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টারও। নির্বাপণ কাজে ছিলেন পুলিশ ও ওয়াসার সদস্যরাও।