ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় ব্যাংক হিসাব চালু

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় ব্যাংক হিসাব চালু

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবাজারের ফনিক্স রোডে এনেক্সকো টাওয়ারে আইএফআইসি ব্যাংককে এই অ্যাকাউন্ট খোলা হয়। আইএফআইসি ব্যাংক হিসাবের নাম ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ড কেএস তহবিল’। হিসাব নম্বর ০২০০০৯৪০৬৬০৩১ (সেভিং অ্যাকাউন্ট)। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যৌথভাবে এই ব্যাংক হিসাব খোলেন। জহিরুল ইসলাম বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৬ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাদের সঙ্গে আরো ২০ থেকে ২৫ হাজার দোকান কর্মচারীর জীবিকা বন্ধ হয়ে গেছে। ঈদের আগ মুহূর্তে এই অগ্নিকাণ্ডে সব ব্যবসায়ী নিঃস্ব করে দিয়েছে। এমন দুরবস্থায় ঘুরে দাঁড়াতে আর্থিক সহায়তা চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত