ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি আরবে ইস্পাতের দাম নিম্নমুখী

সৌদি আরবে ইস্পাতের দাম নিম্নমুখী

সৌদি আরবে এপ্রিলে সরবরাহের জন্য রাখা ইস্পাতের দাম ৩০ শতাংশের বেশি কমেছে। এর কারণ হিসেবে রিয়েল এস্টেটে ঋণ কমে আসা ও উচ্চ সুদহারের কথা বলা হচ্ছে। তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ইস্পাতের মূল্যহ্রাস ঠিকাদার ও নির্মাতাদের জন্য একটি ভালো খবর। এটি নির্মাণ খাতকে এগিয়ে নিতে কাজ করবে। খবর রয়টার্স।

আরবি ভাষার দৈনিক আল-মাদিনা বাজার সূত্রের বরাত দিয়ে বলছে, বৃহত্তম আরব অর্থনীতিতে বেশিরভাগ ইস্পাত পণ্যের দাম এপ্রিলে তীব্রভাবে কমেছে। এর মধ্যে সাবিক স্টিল সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। চলতি বছর এপ্রিলে প্রতি টন ১ হাজার ৩৩৬ সৌদি রিয়াল কমে ২ হাজার ৮০৬ সৌদি রিয়াল দাঁড়িয়েছে। ২০২২ সালের এপ্রিলে যেটি ছিল ৪ হাজার ১৪২ সৌদি রিয়াল। জেদ্দা চেম্বার অব কমার্সের ঠিকাদার কমিটির প্রধান রায়েদ আল ওকাইল্কি বলেন, ‘ইস্পাতের মূল্য কমায় ডেভেলপার ও নির্মাতাদের জন্য একটি ভালো সুযোগ। এটি নির্মাণ বাজারকে পুনরুজ্জীবিত করবে। কারণ ইস্পাত ভবন নির্মাণের জন্য মূল উপাদান।’ আরেকটি শিল্প সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ সুদহার ও বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণে ২০২৩ সালের শুরু থেকে ইস্পাতের দাম ক্রমাগতভাবে কমেছে। সৌদির একটি স্টিল কোম্পানির সেলস ম্যানেজার নাবিল আল-হালাবি বলেন, ‘এটি সৌদি আরবের নির্মাণ খাতকে অনেকাংশে উপকৃত করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত