করপোরেট সংবাদ

দিল্লি পাবলিক স্কুলে মডেল ইউনাইটেড নেশন্সের পৃষ্ঠপোষকতায় ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকার দিল্লি পাবলিক স্কুলে মডেল ইউনাইটেড নেশনস আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। ৯-১২ মার্চ ২০২৩ ঢাকার দিল্লি পাবলিক স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ৬৫টি স্কুলের মোট ৭৫০ জন শিক্ষার্থী এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রতিনিধিরা। ১২ মার্চ ২০২৩ হোটেল লা মেরিডিয়ান-এ সমাপনী অনুষ্ঠানে এসটিএস ক্যাপিটালের সিইও মানস সিং, ব্র্যাক ব্যাংকের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং অ্যান্ড উইমেন ব্যাংকিং মেহরুবা রেজা এবং বাংলাদেশ জাতিসংঘ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিল ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ‘আগামী’। একটি স্টল স্থাপন করে সম্মেলনের পুরো সময়জুড়ে পণ্যটির প্রচার করে ব্যাংকটি।