বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে পুনরায় পরবর্তী মেয়াদের জন্য নিয়োগ পেয়েছেন তারিক মোর্শেদ। ২০২০ সালের এপ্রিলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে তিনি বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বিডি ফাইন্যান্সে যোগদানের আগে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে অবদান রেখে চলা তারিক মোর্শেদ এর কর্মজীবন শুরু হয় ব্র্যাকে, ১৯৮৭ সালে। ১৯৯৫ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি ব্র্যাকে রিজিয়নাল ম্যানেজার (ক্রেডিট প্রোগাম) হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের গার্মেন্ট খাত থেকে শিশুশ্রম নিরসনে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত এসআইবিএল, আইএলও এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘হারকিন’ প্রজেক্ট পরিচালনায় এসআইবিএলের পক্ষ থেকে সরাসরি তত্ত্বাবধানে ছিলেন তারিক মোর্শেদ।
দীর্ঘ কর্মজীবনে তিনি ‘ইন্ডাস্ট্রি বেজড টেন বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড’ এ বেস্ট ম্যানেজার সম্মাননাসহ একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তারিক মোর্শেদ।