ব্র্যাক ব্যাংক দেশের নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার ও বাজার সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে ঢাকায় একটি মেলার আয়োজন করছে। আগামী ১৪-১৫ এপ্রিল ২০২৩ তেজগাঁও-গুলশান লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে ‘তারা উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হবে। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের নারী উদ্যোক্তা দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পরসা নিয়ে মেলায় অংশ নেবেন। তারা সবাই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে জড়িত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ১৪ এপ্রিল ২০২৩ বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই মেলার উদ্দেশ্য হলো, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যেসব নারী উদ্যোক্তা দেশীয় পণ্য তৈরি করছেন, তাদের পণ্য পরিচিতি বাড়ানো ও বাজার সৃষ্টিতে সহায়তা করা। সংবাদ বিজ্ঞপ্তি