ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপানকে বিনিয়োগে সহযোগিতার আশ্বাস

জাপানকে বিনিয়োগে সহযোগিতার আশ্বাস

জাপানকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। গত মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত পঞ্চম জাপান-বাংলাদেশ সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই যৌথ অর্থনৈতিক সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং জাপান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) আন্তর্জাতিকবিষয়ক উপমন্ত্রী হিরাই হিরোহাইড। পালাক্রমে এই অর্থনৈতিক সংলাপের আয়োজক দেশ ছিল জাপান। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সংলাপটি অনলাইনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও জাপান উভয়েই বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং জিটুজি (সরকার থেকে সরকার) মডেলের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত