ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোশ্যাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স চুক্তি

প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা সহজীকরণের লক্ষ্যে নগদের সাথে ‘রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ’ সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষ্যে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও নগদের নির্বাহী পরিচালক, টেকনোলজি, বিজনেস অ্যাস্যুরেন্স মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন, নগদের হেড অব রেমিট্যান্স অপারেশন্স মোহাম্মদ জিয়াউল হক, চিফ কমার্শিয়াল অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরীউ পস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত