প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা সহজীকরণের লক্ষ্যে নগদের সাথে ‘রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ’ সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষ্যে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও নগদের নির্বাহী পরিচালক, টেকনোলজি, বিজনেস অ্যাস্যুরেন্স মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন, নগদের হেড অব রেমিট্যান্স অপারেশন্স মোহাম্মদ জিয়াউল হক, চিফ কমার্শিয়াল অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরীউ পস্থিত ছিলেন।