ই-ঋণ চালু করেছে ঢাকা ব্যাংক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ঢাকা ব্যাংক লিমিটেড ‘অ্যান্ড টু অ্যান্ড ডিজিটাল লোন’ অ্যাপ এবং ‘ই-ঋণ’ সেবা চালু করেছে। এ ঋণের মাধ্যমে একজন গ্রাহক ৫০ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন। গতকাল শনিবার ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক এবং চেয়ারম্যান সৈয়দ আলী জোহের রিজভী এবং ক্যাশ অ্যালায়েন্স লিমিটেড (টেকনোলজি পার্টনার) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এক বিজ্ঞপ্তিতে জানায়, ই-ঋণ অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারবেন। এটি এক ব্যাংকিং কার্জদিবসে আবেদন করার ২ ঘণ্টার মধ্যে ঋণটি তার অ্যাকাউন্টে বিতরণ করা হবে। গ্রাহক ব্যাংকে কোনো নথি জমা না দিয়ে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের এই ধরণের প্রথম অ্যাপ যা সুবিধাবঞ্চিত ব্যাংকিং গ্রাহক, যাদের আনুষ্ঠানিক ঋণ এর ন্যূনতম সুবিধা রয়েছে তাদের ঋণ এর অ্যাক্সেস প্রদান করবে বলেও জানানো হয়।