বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন কামরুজ্জামান

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক একেএম কামরুজ্জামান পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি পদোন্নতি দিয়ে তাকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে। একেএম কামরুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলদেশ ব্যাংকে যোগ দেন। পরে তিনি বাংলদেশ ব্যাংকের বগুড়া অফিস, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একেএম কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।

একেএম কামরুজ্জামান ২০১৮ সালে মেধাবী কর্মকর্তা হিসেবে বাংলদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া, তিনি ২০০৯ সালে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা ইসলামী ব্যাংকিং গাইডলাইন প্রণয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। পেশাগত দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ব্যাংক সুপারভিশন, ঋণ-ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং বিষয়ে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন একেএম কামরুজ্জামান।