ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাকাত প্রদানকে সহজ করেছে নগদ ইসলামিক

জাকাত প্রদানকে সহজ করেছে নগদ ইসলামিক

শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ ইসলামিক’ এ খুব সহজ উপায়ে প্রদান করা যাচ্ছে জাকাত। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে জাকাত ও দানের টাকা গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে নগদ ইসলামিকের মাধ্যমে। জাকাতের হিসাবের পর নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে শরিয়াহভিত্তিক উপায়ে জাকাত প্রদান করা যায়। এসব প্রতিষ্ঠান ইসলামী নিয়মানুযায়ী গরিব মুসলমানদের কাছে সমানহারে জাকাত বিতরণ করে থাকে। বিশ্বস্ত এ প্রতিষ্ঠানগুলো হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ-জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস। জাকাত ছাড়াও গ্রাহকরা সারা বছর আরো বেশকিছু প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন। এর মধ্যে রয়েছে জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, চাইল্ড ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, মিশন সেইভ বিডি, বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনসহ আরো বেশকিছু প্রসিদ্ধ প্রতিষ্ঠান।

এ বিষয়ে নগদের নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য আমিনুল হক বলেন, আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারে না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এ সমস্যার সমাধান নিয়ে এসেছে নগদ ইসলামিক। মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত