ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাজার কোটি টাকা প্রণোদনা পেল রপ্তানি খাত

হাজার কোটি টাকা প্রণোদনা পেল রপ্তানি খাত

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আবেদনের ১১ দিনের মধ্যে রপ্তানিমুখী কল-কারখানার বিপরীতে ১ হাজার কোটি টাকার নগদ প্রণোদনার অর্থসহায়তা ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে প্রণোদনার চতুর্থ কিস্তির অর্থ এটি। ১২ এপ্রিল এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এর আগের বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের স্বাক্ষর করা চিঠিতে বৃহস্পতিবার সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়। এতে বলা হয়, অর্থ সহায়তা না পেলে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়তে পারে রপ্তানি খাত। নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দেয়া হয়েছে। সব শিল্পপ্রতিষ্ঠানকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নগদ সহায়তার অর্থ গ্রহণ করতে বলেছে বিজিএমইএ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত