ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের দিন ছাড়া ছুটিতে প্রতিদিন খোলা থাকবে কাস্টমস হাউজ

ঈদের দিন ছাড়া ছুটিতে প্রতিদিন খোলা থাকবে কাস্টমস হাউজ

পবিত্র ঈদুল ফিতরের দিন ছাড়া বাকি সব সরকারি ছুটির দিন দেশের সব কাস্টমস হাউজ খোলা থাকবে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশ দেশের সব কাস্টমস হাউজে পাঠিয়ে দেয়া হয়েছে। ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোয় আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্কায়নে সীমিত আকারে সব কাস্টমস হাউজ পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি হয়। এরপরই বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয় বেনাপোল কাস্টমস হাউজ দিয়ে। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউজের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে। এনবিআরের আদেশে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের দিন ছাড়া ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টমস হাউজগুলো সীমিত আকারে খোলা থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত