পবিত্র ঈদুল ফিতর শেষে গতকাল সোমবার খুলছে দেশের দুই পুঁজিবাজার। অন্যান্য সাধারণ কার্যদিবসের মতোই এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। তবে ঈদ-পরবর্তী ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম।
গতকাল সোমবার রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার সাবভ্যালি সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ, র্যাপিড সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, ফারইস্ট সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
বেশকিছু ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের কারণে অধিকাংশ ব্রোকারেজ হাউজের সব স্টাফ এখনো ঢাকায় ফিরেনি। একইভাবে অধিকাংশ বিনিয়োগকারীরা এখনো ঢাকায় পৌঁছাননি। ফলে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল। যেসব বিনিয়োগকারী ঢাকায় ঈদ করেছেন, শুধু তারাই লেনদেন শুরুর প্রথম দিন উপস্থিত ছিলেন। এদিকে, সাবভ্যালি সিকিউরিটিজের ব্র্যাঞ্চ ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, ঈদ পরবর্তী ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল। ঈদে যারা ঢাকায় ছিলেন, তারাই হাউজে এসেছিলেন। তবে যেসব বিনিয়োগকারী সশরীরে উপস্থিত হননি তারা ফোনে লেনদেন করেন।
এ বিষয়ে স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্টের বিনিয়োগকারী মো. পারভেজ আলী বলেন, গত সোমবার পুঁজিবাজার খুলেছে। তবে হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল। ঈদ করে অধিকাংশ বিনিয়োগকারী এখনো ঢাকায় ফিরেননি। দুই-এক দিনের মধ্যে ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি আগের মতো হবার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিন দেশের পুঁজিবাজার বন্ধ ছিল। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন।