পদ্মা ব্যাংকের ‘পদ্মা ওয়ালেট’ আরো আধুনিক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রকৃতির রুদ্ররূপে দুঃসহ জীবনযাপন করছে মানুষ। সবমিলিয়ে ওষ্ঠাগত প্রাণ। তবে এই দাবদাহে পদ্মা ব্যাংকের গ্রাহকের জন্য একটু স্বস্তির নাম পদ্মা ওয়ালেট। গ্রাহককে যেন ব্যাংকিং পরিষেবার জন্য তীব্র গরমে শাখায় শাখায় যেতে না হয়, সেজন্য এই অ্যাপটিকে আরো আধুনিক করা হয়েছে। এর ফলে এখন রাত দিন ২৪ ঘণ্টা যখন খুশি তখন ফান্ড ট্রান্সফার করা যাবে। পদ্মা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে মুহূর্তেই টাকা পাঠানো যাবে। বিকাশ কিংবা নগদে গ্রাহকের অ্যাকাউন্ট না থাকলেও যে কোনো সময় পদ্মা ওয়ালেটের মাধ্যমে নিমিষেই টাকা পাঠাতে পারবেন গ্রাহক। এছাড়া মোবাইল রিচার্জ, অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কিংবা রিয়েল-টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধাতো আছেই।