ঈদের ছুটির পর দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে গতি ফিরতে শুরু করেছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সূচকের পাশাপাশি শেয়ার লেনদেনে উত্থানের ধারা অব্যাহত আছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।