মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, বিদ্যুৎ খাতের কোম্পানিটির উল্লেখিত সময়ে শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ২ পয়সা। তাতে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ডরিন পাওয়ারের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৫ টাকা ৫৭ পয়সা। তাতে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭১ পয়সা।