কাঁকড়া ও কুঁচে রপ্তানিতে ভর্তুকি পেতে নতুন শর্ত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া রপ্তানির বিপরীতে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ভর্তুকি পেতে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন লাগবে। এতদিন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নে সনদপত্র লাগত।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নে সনদপত্র সংযুক্ত ফরম ‘খ-১’ অনুসারে দাখিল করতে হবে।

ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স, অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র (ফরম ‘খ-২’ অনুসারে) দাখিলের শর্ত পূর্বের ন্যায় বহাল থাকবে। ২৫ এপ্রিল থেকে জাহাজী করা পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। একই সঙ্গে আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সব এফই সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।