ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মার্কোপোলো এআইতে বিনিয়োগ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মার্কোপোলো এআইতে বিনিয়োগ

আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মার্কোপোলো এআইতে বিনিয়োগ করেছে। প্রি-সিরিজ এ রাউন্ডে এক কোটি টাকা বিনিয়োগের উদ্দেশ্যে সম্প্রতি ঢাকায় সংস্থাদ্বয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিনের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ আরিফ, তাসফিয়া তাসবিন, মার্কোপোলো এআইয়ের সিইও এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, ‘স্টার্টআপ বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা যা উদ্ভাবনী উদ্যোগগুলোকে সমৃদ্ধ করার ক্ষমতা দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে মার্কোপোলো এআইয়ের সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত