ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের ক্যাফেতে ক্যাশলেস পেমেন্ট চালু

ব্র্যাক ব্যাংকের ক্যাফেতে ক্যাশলেস পেমেন্ট চালু

ব্যাংকের চলমান ডিজিটাল ট্রান্সফর্মেশনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়াগুলো ক্যাশলেস পেমেন্ট পদ্ধতি চালু করেছে। ঈদের ছুটির পর প্রথম দিন থেকেই ক্যাশলেস হয়ে যায় দুটি ক্যাফে। ইন-হাউজ ফুড কোর্টে খাবার গ্রহণের সময়, ব্যাংকের কর্মকর্তারা তাদের পছন্দের পেমেন্ট পদ্ধতি হিসাবে আস্থা কিউআর, বিকাশ বা পিওএস বেছে নিতে পারেন। এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে এবং ঢাকা শহরের ডিজিটাল গবাদি পশুর হাট পাইলট প্রকল্পে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই ক্যাশলেস উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সহকর্মীদের স্বাচ্ছন্দ্য এবং অর্থ প্রদানের সহজতা আনতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত