ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুবিধাবঞ্চিত শিশু

অ্যাডভেঞ্চার ফিল্ম স্ক্রিনিংয়ের সুবিধা ব্র্যাক ব্যাংকের

অ্যাডভেঞ্চার ফিল্ম স্ক্রিনিংয়ের সুবিধা ব্র্যাক ব্যাংকের

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার মুভি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উল্লাস ও আনন্দ নিয়ে এসেছে ব্যাংকের এই উদ্যোগ। কেরানীগঞ্জের ‘জয় সিনেমা হল’-এ মোট ১০০ জন শিশু এই সিনেমাটি উপভোগ করেছে। প্রখ্যাত লেখক মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা জীবনের শত কষ্টের মধ্যে থেকে বিনোদনের তেমন কোনো সুযোগ পায় না। তাই পূর্ণ দৈর্ঘ্যরে এই ফিচার ফিল্ম রিলিজ করা স্ট্রিমিং সাইট বঙ্গ’র (ইড়হমড়) সাথে পার্টনারশিপ করে, শুধুমাত্র এসকল শিশুর জন্য ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র একটি শো স্পন্সর করেছে ব্র্যাক ব্যাংক। সরকারি পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্য, মানুষের প্রয়োজনে সহায়তা করে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করা। সেই লক্ষ্য পূরণের পথে একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে এই ফিল্ম স্ক্রিনিংয়ের আয়োজনটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত