‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩’ ১৮-২০ মে
প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩’ আগামী ১৮ থেকে ২০ মে, ২০২৩ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এই মেলাটির ১৮তম আসর আয়োজন করছে। এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। গতকাল রাজধানীর এয়ার অ্যাস্ট্রা প্রধান কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে টাইটেল স্পন্সর-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এবারের ঢাকা ট্রাভেল মার্টে এয়ার অ্যাস্ট্রাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। প্রতি বারের মতো এবারেও ঢাকা ট্রাভেল মার্টে আমরা আশাতীত সাড়া পেয়েছি।’ ইমরান আসিফ বলেন, ‘আকাশ ভ্রমণে, গুণগত মানের নতুন একটি বেঞ্চমার্ক তৈরির লক্ষ্য নিয়ে এয়ার অ্যাস্ট্রা গত বছরই যাত্রা শুরু করেছে। ঢাকা ট্রাভেল মার্টের মতো অত্যন্ত জনপ্রিয় ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। মেলা চলাকালীন আমরা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় অফার ঘোষণা করতে যাচ্ছি’।