আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সদ্য সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২% নগদ ও ৩% বোনাস। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৮৬তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ আগস্ট, ২০২৩ ব্যাংকের ২৮তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ১২ জুন, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ নাজমুল আহসান খালেদ, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ আহামেদুল হক, আলহাজ নিয়াজ আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রমুখ।