টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে গেট এইড লিমিটেড-ইয়োর ক্যাম্পাস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পণ্য ক্রয় ও ছাত্রদের অধ্যবসায়ের মূল্যবান সময় বাঁচানোর জন্য সফটওয়্যার নির্ভর ওয়াশিং মেশিন সেবা প্রদানের জন্য ইয়োর ক্যাম্পাসকে বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেট এইড লিমিটেড- ইয়োর ক্যাম্পাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিলজার রহমান এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডে অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ গেট এইড লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা সিহাব আহাম্মেদ, টেলিটক বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) মোস্তফা কামাল ও সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস্) কাজী মোহাম্মাদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।