ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঋণখেলাপি গার্মেন্ট ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণখেলাপি গার্মেন্ট ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় মোহাম্মদ মাহমুদুর রহমান নামে একজন ঋণখেলাপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। গত রোববার এ আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ মুজাহিদুর রহমান। ব্যাংকটির রমনা করপোরেট শাখার জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘তেজগাঁও কমার্শিয়াল এলাকায় একটা ফ্লোর ভাড়া নিয়ে গার্মেন্ট ব্যবসা করতেন মাহমুদুর রহমান। সেটা প্রায় ২৫ বছর আগে। এক সময় ফোর্স লোন করেছিলেন আমাদের রমনা করপোরেট শাখায়। যে টাকা পরে আর তিনি ফেরত দেননি। তার চট্টগ্রামের পৈতৃক সম্পত্তি রয়েছে, যেটা মর্টগেজ দেয়া। এ নিয়ে চট্টগ্রামে আমরা মামলা করেছিলাম। প্রথম পর্যায়ে তিনি আমাদের সঙ্গে আইনি লড়াই করছিলেন। পরে তার বিরুদ্ধে মামলার রায় হয়েছিল। আদালতের রায়ের পরও তিনি টাকা ফেরত দেননি। ব্যাংকের সংশ্লিষ্ট শাখার এ কর্মকর্তা আরও বলেন, আমরা অর্থঋণ আদালতে ৬৭ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার মোকদ্দমা করি। এরই মধ্যে আমরা খবর পাই, মাহমুদুর রহমান আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত