দীর্ঘ দিন লভ্যাংশ না দিলেও এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার বিষয়টি তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। পর্যালোচনায় দেখা গেছে, গত ২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩০.৮০ টাকা। ২ মে লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৪.৯০ টাকা। অর্থাৎ এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। কোম্পানিটির শেয়ারের এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করছে বিএসইসি।