বেড়েছে লেনদেন বাজার মূলধন সূচক মিশ্র

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

মে দিবসের বন্ধ থাকায় গত সোমবার এবং বুদ্ধ পূর্ণিমার কারণে গতকাল বৃহস্পতিবার শেয়াবাজারে লেনদেন হয়নি। এতে চলতি সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে মাত্র তিন কার্যদিবস। এর মধ্যে দুই কার্যদিবস মূল্যসূচক কমেছে এবং এক কার্যদিবস সূচক বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে কমেছে প্রধান মূল্যসূচক। তবে বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত সূচক। সেই সঙ্গে বেড়েছ দৈনিক গড় লেনদেন। পাশাপাশি বাজার মূলধনও সপ্তাহের ব্যবধানে বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ। দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে দশমিক শূন্য ৮ শতাংশ।

বাজার মূলধন ও লেনদেন বাড়লেও তালিকাভুক্ত অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের ক্রেতা সংকট ছিল সপ্তাহজুড়েই। ফলে ২০০’র বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ক্রেতা না থাকায় ফ্লোর প্রাইসে আটকে থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৬০ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে। এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেননেদ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮১টির। আর ২৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। এর মাধ্যমে টানা চার সপ্তাহ বাড়ার পর ডিএসইর প্রধান সূচক কমল। প্রধান মূল্যসূচকের সঙ্গে কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ৩ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। তবে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে। সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৪ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৫০ পয়েন্ট বা ১ শতাংশ। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮০২ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকা।