ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসইসির চেয়ারম্যানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন

বিএসইসির চেয়ারম্যানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (অতিরিক্ত সচিব) গত ৩ মে টঙ্গি (গাজীপুর) অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান এবং চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। শুরুতেই সকালে তিনি এটলাস বাংলাদেশ লি. (এবিএল)-এর কারখানা পরিদর্শন করেন। এবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান অবস্থা অবহিত করেন। এ সময় তিনি এবিএল-এর মাধ্যমে ইলেকট্রিক বাইক বাজারজাতকরণের বিষয়টি তুলে ধরেন। এরপর তিনি বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. এর আধুনিকীকরণ প্রকল্প ঘুরে দেখেন। দুপুরে ঢাকা ওয়ার্কস লি. পরিদর্শন করেন। বিকালে তিনি ন্যাশনাল টিউবস্ লি.-এর কারখানা পরিদর্শন করেন। এসময় ন্যাশনাল টিউবস লি. (এনটিএল) এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনোয়ার মোর্শেদ জানান, এনটিএল দেশের আদমজী খ্যাত একমাত্র এপিআই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর আগে বিএসইসি’র চেয়ারম্যন ২ মে দুপুরে ইস্টার্ন টিউবস লি. (ইটিএল)-এর কারখানা পরিদর্শন করেন। এসময় বিএসইসি’র পরিচালক (অর্থ) মো. মনিরুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বদরুন নাহার সচিব (বিএসইসি) নাজমুল হক প্রধান, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ এবং উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত