হাইডেলবার্গ সিমেন্ট

তিন দিনে শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশ

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে হাউডেলবার্গ সিমেন্ট। এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহের মাত্র তিন কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে। ফলে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে হাউডেলবার্গ সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৪৭ টাকা ৮০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম ৩২১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক সপ্তাহের শেয়ার দাম বেড়েছে ৭৩ টাকা ৮০ পয়সা বা ২৯ দশমিক ৭৮ শতাংশ। মে দিবসের বন্ধ থাকায় সোমবার ও বুদ্ধপূর্ণিমার কারণে গতকাল বৃহস্পতিবার শেয়াবাজারে লেনদেন হয়নি। এতে চলতি সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে মাত্র তিন কার্যদিবস। এ তিন কর্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৫৬ টাকা বা ২২ দশমিক ৬০ শতাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ১৩ পয়সা লোকসান করেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় এবং চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি ৬ টাকা ৮৫ পয়সা মুনাফা দেখানোর কারণে শেয়ারের দামের এ উল্লম্ফন হয়। হাইডেলবার্গ সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমূল্যে বিক্রি, কাঁচামালের কম দাম ও প্ল্যান্ট রিপিয়ার ও ব্যবস্থাপনায় কম খরচের কারণে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বড় মুনাফা হয়েছে।