যুক্তরাষ্ট্রে ১৬ বছরের মধ্যে সুদের হার সর্বোচ্চ

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আবারও সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। গত ৩ মে কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর বিগত ১৬ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খবর বিবিসির। মূল সুদের হার এবার ০.২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মাসে দশম বারের মতো সুদহার বাড়ল বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশ্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটিই আপাতত শেষবারের মতো বৃদ্ধি হতে পারে। গেল ২০২২ সালের মার্চে প্রায় শূন্যের কাছাকাছি থেকে ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক রেট এখন ৫ থেকে ৫.২৫ শতাংশের মধ্যে রয়েছে। দেশে মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে যাওয়ায় বার বার এমন পদক্ষেপ নিতে হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে। সুদের হার ক্রমাগত বাড়তে থাকার বিরূপ প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ফলে আবাসনের মতো খাতগুলোতে দেখা দিয়েছে মন্থরতা। এছাড়া, সম্প্রতি সংকটে পড়ে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার খবরও এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

গত বুধবার সুদহার বাড়ানোর ঘোষণার পর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুদের হার আরো বৃদ্ধি পাবে বলে আমরা অনুমান করছি না।’ সর্বশেষ বৃদ্ধিকেই তিনি ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ বলে অভিহিত করেছেন। গত বছর থেকে বাজার অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে দফায় দফায় সুদের হার বাড়িয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে মূল্যস্ফীতি হয়েছে যুক্তরাষ্ট্রে। বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।