ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেয়ারবাজার মূলধন বেড়েছে ১২০০ কোটি টাকা

শেয়ারবাজার মূলধন বেড়েছে ১২০০ কোটি টাকা

দেশের শেয়ারবাজার গেলো সপ্তাহে সরকারি ছুটির কারণে দুই দিন বন্ধ ছিল। এ সময় লেনদেন কমলেও সূচক ছিল মিশ্র প্রবণতায়। আলোচ্য সময়ে বাজারমূলধন বেড়েছে ১ হাজার ২০০ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজারমূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধন বেড়েছে ২৫৯ কোটি ৮০ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ দিন বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩১৯ কোটি ৫৬ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫০ হাজার ৩৮৭ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৯৩১ কোটি ৭৫ লাখ টাকা। পুরো শেয়ারবাজারে অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জে বাজারমূলধন বেড়েছে ১ হাজার ২০০ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা বা ১৯.৬৯ শতাংশ।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬৯টি, কমেছে ৮১টি এবং অপরিবর্তিত ছিল ২৩১টির শেয়ার ও ইউনিট দর। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত