ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের যোগব্যায়াম ক্লাস শুরু

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

কোম্পানিজুড়ে সুস্থতার সংস্কৃতি ছড়িয়ে দিতে কর্মকর্তাদের জন্য যোগব্যায়াম ক্লাস চালু করেছে ব্র্যাক ব্যাংক। কর্মকর্তাদের মধ্যে মনদৈহিক সুস্থতার মানসিকতাকে উৎসাহ দিতে ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে। ৮৯ বছর বয়সি অভিজ্ঞ ইউগি (ণড়মর) শামীম মাহবুব এই ক্লাস পরিচালনা করবেন, যার আছে ৪৬ বছর ধরে যোগব্যায়াম অনুশীলনের জ্ঞান এবং অভিজ্ঞতা। তিনি প্রতি সপ্তাহে তিনটি ক্লাস পরিচালনা করবেন, যা ব্র্যাক ব্যাংকের সব সহকর্মীর জন্য উন্মুক্ত। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সহকর্মীদের সুস্থতা তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ কাজের পরিবেশ তৈরির লক্ষ্যে যোগব্যায়াম ক্লাস চালু করা হয়েছে। শামীম মাহবুবকে আমাদের প্রশিক্ষক হিসেবে পেয়ে আমরা আমরা আনন্দিত। একই সাথে, এই উদ্যোগটি আমাদের সহকর্মীদের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলবে, তা দেখার জন্য আমরা উন্মুখ।’ প্রশিক্ষক শামীম মাহবুব বলেন, ‘যোগব্যায়াম মানবজীবনের জন্য একটি অপরিহার্য অভ্যাস। এটি মন আর শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের যোগব্যায়াম শেখাতে আমাকে দায়িত্ব দেয়ায় আমি আনন্দিত।’