ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রয়লার নেমেছে ২০০ টাকায়

ব্রয়লার নেমেছে ২০০ টাকায়

অবশেষে ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। কমেছে লেয়ার সোনালি মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়রাল মুরগির দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঈদের আগে ও পরের দিন যার দাম ছিল ২৭০ টাকা কেজি। এছাড়া প্রতি কেজি সোনালি জাতের মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা এক সপ্তাহ আগে ৪১০ থেকে ৪২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমায় মুরগির দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। অন্য দিনের থেকে বেচাকেনাও বেশি হতে দেখা গেছে। দোকানদাররা বলেন, পাইকারি বাজারে মুরগির সরবরাহ বেড়েছে। তাই দাম কমেছে। রাজধানীর মুগদা ঝিলপাড় বাজারের বিক্রেতা মামুন বলেন ‘এতদিন দাম বেশি ছিল। ক্রেতাও কম ছিল। বাজারে এখন প্রচুর মুরগি, তাই দাম কমেছে। বেচাবিক্রিও ভালো হচ্ছে।’ একই এলাকার আরেক দোকানদার ইদ্রিস বলেন, ‘অনেক দিন পরে আজকে বড় মুরগি নিয়া আইছি। আইজকে পৌনে ৩ কেজি পর্যন্ত ব্রয়লার আনছি। এতদিন মানুষ শুধু ছোট ব্রয়লার খুঁজছে। অহন বড় ব্রয়লারের চাহিদা বাড়ছে।’ এদিকে দাম কিছুটা কমায় খুশি ক্রেতারাও। তারা বলেন, অনেক দিন পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আনিস নামে এক ক্রেতা বলেন, ‘এতদিন দাম বেশি ছিল তাই মুরগি খুব বেশি কিনিনাই। আজকে দাম কিছুটা কমছে। তাই তিনটা মুরগি কিনছি। আশা করছি দাম আরো কমবে।’

আরেক ক্রেতা বলেন, ‘ঈদের আগের দিন একটি মুরগি কিনেছিলাম। এরপর মাঝখানে শুধু একদিন কিনছি। সেদিন ২৪০ টাকা কেজি ছিল। আইজকা আবার কিনলাম ২০০ টাকা দিয়া। দাম কম থাকলে আমরা রেগুলার মুরগি খাইতে পারি।’

এদিকে মুরগির দাম কমলেও কমেনি ডিমের দাম। গত শনিবার পাইকারি বাজারে ব্রয়লারের ডিমের শ বিক্রি হয়েছে ১ হাজার ১৩০ থেকে ১ হাজার ১৫০ টাকায়। অর্থাৎ, দোকানি এক হালি ডিম কিনছেন ৪৬ টাকায়। বিক্রি করছেন ৪ টাকা লাভে। এক্ষেত্রে ক্রেতাকে প্রতি হালি ডিমের জন্য গুনতে হচ্ছে ৫০ টাকা। ডজন ১৪৫ থেকে ১৪৫ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত