দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে, বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম ছিল অপরিবর্তিত।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ২০৯টির।
ডিএসইতে মোট ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।