ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসের ১৩৮ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের ১৩৮ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল থেকে সদরঘাট পর্যন্ত ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। গত দুই দিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-২ এর অধিভুক্ত এলাকায় ৯ মে বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ বিশেষ অভিযান চালানো হয়। মেট্রো ঢাকা (উত্তর ও দক্ষিণ)-এর বিভিন্ন বিভাগ থেকে আগত টিমগুলো গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে মঙ্গলবার মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করে। এর মধ্যে বকেয়ার কারণে ৫৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য সাতটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইভাবে সোমবারও ৭৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এর বাইরে সোমবার রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের ১৮টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। তবে সেই ১৮টি কারখানা বন্ধের শর্তে মঙ্গলবার আবার সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম জানান, সোমবার এবং মঙ্গলবার রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, তোপখানা, বিজয়নগর, শাহজাহানপুর, কমলাপুর, মানিকনগর, নাজিমউদ্দিন রোড, ওয়াইজঘাট, বকসিবাজারসহ সদরঘাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়েছে তিতাস। অভিযানে সোমবার ৭৮টি এবং মঙ্গলবার ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের অংশ হিসেবে আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার রাজধানীর মুগদা, মান্ডা, খিলগাঁও, বনশ্রীসহ আশপাশের এলাকায় অভিযান চালাবে তিতাস।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত