ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু-হোটেল’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু-হোটেল’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

ব্র্যাক ব্যাংকের বুক ক্লাব ‘ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’ সম্প্রতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে আলোচনা করেছে। সদস্যরা বইটির উপমাসদৃশ গুণকে অন্যান্য সাহিত্যকর্ম যেমন, জন বুনিয়ানের ‘দ্য পিলগ্রিম’স প্রোগ্রেস’ এবং পাওলো কোয়েলহোর ‘দ্য অ্যালকেমিস্ট’র সাথে তুলনা করেন। ৮ মে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সময় বুক ক্লাবের সদস্যরা উপন্যাসের চরিত্রগুলো, বিশেষ করে নায়ক হাজারী ঠাকুর এবং অন্যান্য নারী চরিত্রের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তারা বইটির মানবিক আবেগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্কের চিত্রায়নকে অনন্যসাধারণ বলে মনে করেন। ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদের মতে, বই পড়া শুধুমাত্র বিনোদনের একটি রূপই নয়, এটি জ্ঞানীয় দক্ষতা যেমন উন্নত ফোকাস এবং একাগ্রতা, উন্নত স্মৃতিশক্তি এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। একই সাথে এটি দৈনন্দিন ব্যস্ততা থেকে বিরতি দেয় এবং সহকর্মীদের সামগ্রিক সুস্থতায় অবদান রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত