ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিবন্ধন সনদের মেয়াদ ৫ বছর করল ইপিবি

নিবন্ধন সনদের মেয়াদ ৫ বছর করল ইপিবি

নিবন্ধন সনদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ৫ বছরে উন্নীত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এখন থেকে রপ্তানিকারকরা এই মেয়াদে নিবন্ধন সনদ ইস্যু বা নবায়ন করতে পারবেন। রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক এই সনদ এতদিন ধরে এক বছর মেয়াদে ইস্যু বা নবায়ন করা হতো। গত ২৭ এপ্রিল এক আদেশে নিবন্ধন সনদের মেয়াদ বিষয়ে এই ঘোষণা দেয় ইপিবি। ব্যবসা সহজ করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। দীর্ঘদিন ধরে নিবন্ধন সনদের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তারই পরিপ্রেক্ষিতে গত মার্চে অনুষ্ঠিত ইপিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। ইপিবি জানিয়েছে, রপ্তানিকারক তার প্রয়োজন অনুযায়ী ১ থেকে ৫ বছরের যেকোনো মেয়াদি সনদ ইস্যু বা নবায়নের আবেদন করতে পারবেন। নিবন্ধন সনদ ইস্যু বা নবায়নের তারিখ থেকে মেয়াদ গণনা করা হবে। সনদের মেয়াদ অনুযায়ী নিবন্ধন গ্রহণকারী রপ্তানিকারক ফি পরিশোধ করবেন। আবেদন করতে হবে বসং.বঢ়ন.মড়া.নফ এই ঠিকানায় অনলাইনে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র যেসব রপ্তানিকারকের নিবন্ধন হালনাগাদ করা আছে। যেসব রপ্তানিকারকের সনদের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ নয়, তারা এ সুবিধা পাবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত