শ্রীমঙ্গলে নিলামে উঠেছিল ১ কোটি ৮৫ লাখ টাকার চা

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের তৃতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ের অনাবৃষ্টি, খরার প্রভাবে চায়ের বিক্রি কমেছে এবারের নিলাম আসরে।

গত বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল এ নিলাম অনুষ্ঠিত হয়। এটি ছিল চলতি বছরের শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের তৃতীয় চা নিলাম। শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ১৫-২০ জন বায়ার (ক্রেতা) নিলামে অংশ নেন। তবে আজকের নিলামে বায়ারদের সংখ্যা অনেকটাই কম ছিল। নিলামে ৭৪ হাজার ৬৮০ দশমিক ৪ কেজি চা পাতা নিলামে উঠে, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকা। এর এভারেজ গড় মূল্য ছিল আনুমানিক প্রায় ২০০ টাকা। এর আগে গত ২০২২-২৩ নিলাম বর্ষের দ্বিতীয় চা নিলামে ৬৮ হাজার ৭৭৮ দশমিক ৪৫ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৫ হাজার ৪৫ দশমিক ৭৫ কেজি, যার মূল্য ৫৮ লাখ ৪ হাজার ৮৫৩ দশমিক ৭৫ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ২৩১ দশমিক ৭৭ টাকা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বলেন, আজকে প্রায় ৭৫ হাজার কেজির মতো চা অপারিং (উঠানো) হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে চায়ের কোয়ালিটি তেমন ভালো হয়নি। বায়াররাও অনেক কম আসছে। এছাড়া চায়ের দাম আগের তুলনায় অনেক কমছে। টাকার সংখ্যায় আনুমানিক প্রায় দেড় কোটি টাকার মতো চা অপারিং হয়েছে। বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিএম শিবলী জানান, চলতি মে মাসে বৃষ্টি কম হওয়ায় চায়ের নতুন কুঁড়ি আসছে না। শুধু একবার বৃষ্টি হয়েছিল গত এপ্রিল মাসের ২৩ তারিখ। নতুন কুঁড়ি না আসায় চা উৎপাদন ভালো হচ্ছে না।