‘জিডিপিতে পাটের অবদান ১.৪ শতাংশ’

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পাটের অবদান ১ দশমিক ৪ শতাংশ। কৃষিতে তা ২৬ শতাংশ। আর দেশের মোট জিডিপিতে পাটের অবদান আট বিলিয়নের মতো। আবার ৮ বিলিয়নের মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন আমরা রপ্তানি করি। পাটের রপ্তানি টু জিডিপি অনুপাত অন্য যে কোনো সেক্টরের চেয়ে বেশি। এসব তথ্য জানান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি অনুবিভাগ) রুহুল আমিন তালুকদার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

অতিরিক্ত সচিব বলেন, স্ব-স্ব ইনস্টিটিউটকে তাদের পণ্যের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করতে হবে। পাটের উৎপাদনশীলতা বাড়লে মিলগুলোর ইউনিট প্রতি খরচ কমবে, তখন লভ্যাংশের অনুপাত বাড়বে, ফলে দরিদ্র কমবে। ওই কর্মশালায় সভাপতিত্ব করেন বিজেআরআই মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন।