মনোদৈহিক সুস্থতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের নানা কর্মসূচি

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

অফিসে ব্যাংকারদের দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে বসে কাজ করতে হয়। যেহেতু ব্যাংকিং একটি সেবা খাত, তাই ব্যাংকারদের জন্য তাদের গ্রাহকদের দ্রুত, সঠিকভাবে এবং সময়মতো দক্ষতার সঙ্গে সেবা প্রদান করা অপরিহার্য। এর জন্য ব্যাংকারদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা খুবই জরুরি। ব্র্যাক ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা এর কর্মকর্তাদের মূল্য দেয়। ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়। এবং এটি কীভাবে গ্রাহকের অভিজ্ঞতাকে শেষ পর্যন্ত প্রভাবিত করে তা উপলদ্ধি করে। কোম্পানি জুড়ে সুস্থতা কার্যক্রম প্রসারের অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক সম্প্রতি কর্মকর্তাদের মন ও দৈহিক সুস্থতার জন্য বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে। একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল যোগ ব্যায়াম ক্লাস চালু করা, যা ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকই প্রথম চালু করেছে। এই যোগ ব্যায়াম ক্লাস সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালনা করা হচ্ছে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা অংশগ্রহণ করতে পারছেন। এর আগে ২০২২ সালে ব্যাংকটি এর প্রধান কার্যালয়ে একটি সুসজ্জ্বিত জিম চালু করে। ব্যাংকের ঊর্ধ্বতন নেতৃত্বের সমর্থন ও অনুপ্রেরণায় সহকর্মীরা বিভিন্ন অফিসে রিডিং ক্লাব প্রতিষ্ঠা করেছে। ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের সহকর্মীদের সুস্থতা তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও সন্তুষ্টি অত্যন্ত জরুরি।